রাজনীতি

মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছে জাপা: বাবলা

দেশের গণমানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা এরশাদের স্বপ্ন ছিল বলে মন্তব‌্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, ‘রাষ্ট্র ক্ষমতায় থেকে এরশাদ দীর্ঘ ৯ বছর অর্থনৈতিক মুক্তির লক্ষ‌্যে কাজ করে গেছেন। এখন তার অবর্তমানে জিএম কাদেরের নেতৃত্বে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি।’

শুক্রবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় বাবলা এসব কথা বলেন।

বাবলা বলেন, ‘এরশাদের ছোট ভাই জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এগিয়ে চলেছে। দলের নেতাকর্মীরাও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সবার লক্ষ্য জাতীয় পার্টিকে আগামীতে ক্ষমতায় নিয়ে যাওয়া।’ 

এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, মহিলা পার্টি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, জাতীয় ছাত্র সমাজের মহানগরের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সুমন, সুলতানা আহমেদ লিপি, জহিরুল ইসলাম জহির, ডি. কে সমির, শাহিন শাহ, লিটন আলী, সাব্বির আহমেদ আকাশ প্রমুখ।