রাজনীতি

দ্রুত করোনার টিকা আমদানির আহ্বান

রাজনৈতিক বিবেচনা পরিহার করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দ্রুত করোনার টিকা আমদানি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক এ আহ্বান জানান। 

সাইফুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব‌্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।

সভায় বলা হয়, টিকা আমদানির ক্ষেত্রে কেবল ভারতের ওপর নির্ভরতা বিপজ্জনক ও আত্মঘাতী হয়ে উঠতে পারে। এ ব্যাপারে ভূ-রাজনৈতিক নীতি-কৌশলের পরিবর্তে দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাকেই প্রাধান্য দেয়া প্রয়োজন।

সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার করোনা ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করে জরুরি ভিত্তিতে বিকল্প অনুসন্ধানের দাবি জানানো হয়।

দেশের প্রতিটি নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

সভার শুরুতে মহিলা পরিষদের সভাপতি নারী নেত্রী আয়েশা খানম ও প্রখ্যাত সাহিত‌্যিক রাবেয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।