রাজনীতি

ছাত্রদল নেতার ৩ ভাইকে তুলে নেওয়ার অভিযোগ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ঢাকা জেলা ছাত্রদলের সদস্য সজীব রায়হানকে বাসায় না পেয়ে তার ভাই জুয়েল, সোহেল ও সুমনকে তুলে নিয়ে গেছে পুলিশ। 

মঙ্গলবার (২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এ ঘটনা আওয়ামী বাহিনীর নির্মম দৃষ্টান্ত। এ ঘটনা ২৫ মার্চে পাকিস্তানি হানাদার বাহিনী এবং স্বাধীনতার পর রক্ষী বাহিনীর বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়। এসব ঘটনা সরকারের ক্রোধপরায়নতা ও উৎপীড়নের দৃষ্টান্ত।’ 

তিনি বলেন, ‘সজীব রায়হানকে বাসায় না পেয়ে তার ভাইদের ধরে নিয়ে যাওয়া নাৎসিবাদের চরম বহিঃপ্রকাশ। এতে নাৎসিবাদের ভয়ঙ্কর দমনের প্রবণতাই ফুটে ওঠে। গত পরশু দিন প্রেসক্লাবের সামনে ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচি যেন পুলিশের ঘুম কেড়ে নিয়েছে। তারা রক্তাক্ত করার পর এখন তল্লাশি শুরু করেছে ছাত্রনেতাদের বাসায় বাসায়। আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের গলা টিপে মনুষ্যবিহীন বিরান ভূমিতে রাজত্ব করতে চাইছে।’