রাজনীতি

মুশতাক আহমেদের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চান ফখরুল

লেখক মুশতাক আহমেদকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করে অন্যায়ভাবে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। 

বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন।  মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।’ শুধু একটি নয়, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রায় ৭০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তি চাই।’

যুব দলের সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মামুন হাসানের পরিচালনায় সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বক্তব্য রাখেন।