রাজনীতি

ঐতিহাসিক ৭  মার্চ: যা থাকছে আওয়ামী লীগের কর্মসূচিতে

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ‌্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এর অংশ হিসেবে রোববার (৭ মার্চ) ভোর ৬টা ৩০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ৯টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে আওয়ামী ও এর বিভিন্ন সহযোগী সংগঠন।

দিবসটি উপলক্ষে সোমবার (৮ মার্চ) বিকেল ৩টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে৷ এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এছাড়া দলের সহযোগী সংগঠনগুলোও পৃথক কর্মসূচি হাতে নিয়েছে।