রাজনীতি

খিলগাঁওয়ে বিএনপির সমাবেশ শুরুর প্রস্তুতি

রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে বিএনপির সমাবেশস্থলে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। 

বুধবার (১০ মার্চ) দুপুর ২টায় সমাবেশ শুরু কথা থাকলে বেলা ১২ থেকেই নেতাকর্মীরা মিছিল ও বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার নিয়ে আসতে শুরু করেন।

বিএনপি ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও ৬ সিটি করপোরেশনের দলের সাবেক মেয়র প্রার্থীরা বক্তব্য রাখবেন।

দলের নেতারা জানান, দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিএনপি এ সমাবেশের আয়োজন করেছে।  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২৩  শর্তে রাজধানীতে সমাবেশের অনুমতি দেয় ।

১০ মার্চ দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে সমাবেশের অনুমিত চেয়ে ৭ মার্চ ডিএমপিতে আবেদন করে বিএনপি। পরে ডিএমপি স্থান পরিবর্তন করে খিলগাঁও তাল তলা মার্কেটে সামনে সমাবেশের অনুমতি দেয়। 

গত ৫ ফেব্রুয়ারি পাঁচ বিভাগীয় শহরে ছয়টি সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরই মধ্যে তিন বিভাগে সমাবেশ করেছে দলটি। আগামী ২০ মার্চ চট্টগ্রামে সমাবেশ হবে। আগামী ১৬ মার্চ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে হবে আরেকটি সমাবেশ।