রাজনীতি

‘স্বাস্থ্য খাতের দুর্নীতি তুলে ধারায় রোজিনাকে হেনস্তা’

বিএনপির সংসদ সদস‌্য রুমিন ফারহানা বলেছেন, সাংবাদিক রোজিনা স্বাস্থ্য খাতের দুর্নীতি তুলে ধারায় তাকে হেনস্তা করা হয়। আমি রোজিনার মামলা প্রত্যাহারের দাবি জানাই।

রোববার (৬ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, ‘করোনার এই সময় সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিলো স্বাস্থ্য খাত। করোনা মোকাবিলার জন্য বাজেট প্রণয়ন করা হলেও স্বাস্থ্য খাত ছিলো অবহেলায়। যার খেসারত আমাদের দিতে হয়েছে। চিকিৎসাসেবা এখন ব্যবসায় পরিণত হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউট ৩ কোটি ডোজের মধ্যে ৭০ লাখ টিকা দিয়েছে বাংলাদেশকে। এতে বেক্সিমকো লাভ করে নিয়েছে ৩৮ কোটি টাকা। টিকার অব্যবস্থা মানুষে হুমকির মুখে ফেলে দিয়েছে।’ তিনি আরও বলেন,   ‘এই অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। কৃষিতে বাজেট বরাদ্দ ছিলো একেবারে অপ্রতুল। খাদ্য শস্যের আমদানি অতীতের সর্বোচ্চ পর্যায়ে গেছে।’  

রুমিন ফারহানা বলেন, ‘বাজেটে প্রতিটা বিভাগে ব্যয় বাড়ানো হয়েছে। ধনী আরও ধনী হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, বৈষম্য বাড়ছে। করোনা আড়াই হাজার টাকা সহায্য দেওয়া হয়েছে। একটি ৫ সদস্যের পরিবারের জন্য আড়াই হাজার টাকা কতটা কাজে আসবে। মধ্যবিত্তকে সহায়তার কোনো ব্যবস্থাই সরকারের ছিলো না।’