রাজনীতি

বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ বৃহস্পতিবার

বাজেট প্রত্যাখ্যান করে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষাসহ উৎপাদনশীল খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার (১০ জুন) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

বুধবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। কেন্দ্রীয়ভাবে বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সফল করার জন্য জোটের সব নেতাকর্মী ও গণতন্ত্রমনা সবার প্রতি আহ্বান জানিয়েছেন বজলুর রশীদ ফিরোজ।