রাজনীতি

মানুষের দাঁড়াবারও কোথাও জায়গা নেই: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষের দাঁড়াবারও কোথাও জায়গা নেই।

শুক্রবার (১১ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটা অন্যায়ের বিরুদ্ধে কোথাও গিয়ে যে আশ্রয় পাবে, একটি রিলিফ পাবে-কোথাও জায়গা নেই।  আগে আমরা সবাই মনে করতাম যে, আদালত বোধ হয় আমাদের সেই জায়গা।  যে জায়গা গেলে আমরা আশ্রয় পাবো, প্রতিকার পাবো, রিলিফ পাবো। এরকম বিভিন্নভাবে সেই রিলিফটা প্রথমদিকে আমরাও পেয়েছি।  এখন দেখছি এটা শূন্য অবস্থায় চলে গেছে।

পুলিশকে নির্বাচনী পদক প্রদানে বিস্ময় প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘পত্রিকায় দেখলাম পুলিশকে নির্বাচনী পদক দিচ্ছে। ২০১৮, ২০১৪ ও ২০০৮ সালের জন্য।  কারণ কী? কোনো দিন শুনিনি এই পৃথিবীতে যে, নির্বাচন করার জন্য পুলিশকে পদক দেওয়া হয়।  

সীমান্ত জেলাগুলোতে করোনা সংক্রমণের ভয়াবহ অবস্থার জন্য সরকারের ‘নিষ্ক্রিয়তা’কে দায়ী করে তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় যে করোনা ছড়াবে বিশেষজ্ঞরা বলেছেন। আমরা চিৎকার করে বলেছি কোথাও কোনো ব্যবস্থা করে নাই।