রাজনীতি

‘নাসিমের অবদানের কথা সোনার হরফে লেখা থাকবে’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের আত্মত্যাগ ও অবদানের কথা ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে।‘

শনিবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদ নাসিমের স্মরণ সভায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ স্মরণ সভার আয়োজন করে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।

তিনি বলেন, ‘শত জেল জুলুম, নির্যাতন, নিপীড়নের মাঝেও মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখেছেন। ১/১১ এর পরিবর্তিত প্রেক্ষাপটে সেনা সমর্থিত সরকার তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করলেও তিনি দলীয় সভানেত্রীর সাথে বেঈমানি করেননি।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী দুঃসময়ে সারা দেশে দলকে সুসংগঠিত করেছেন মোহাম্মদ নাসিম। তিনি আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে দলকে ক্ষমতায় আনার ক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রেখেছেন।‘

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলমের সভাপতিত্ব সভায় বক্তৃতা করেন সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, মোহাম্মদ নাসিমের ছেলে ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, আখতার হোসেন, এম এ করিম প্রমুখ।