রাজনীতি

জনগণ জেগেছে বলে বিএনপির ভরাডুবি হয়েছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মাটি ও মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগ পালানোর দল নয়। আওয়ামী লীগের শিকড় এ দেশের মাটির অনেক গভীরে। জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি ঘটেছে।’

জনগণ জেগে উঠলে আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সোমবার (২৮ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি বলেন, ‘এ দেশের সব অর্জন এবং মানুষের সুখ-দুঃখের সঙ্গে আছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা। তাই, পালানো যাদের স্বভাব, তারাই পালানোর কথা ভাবে এবং বলে।’

বিএনপিই পলায়নপরতার রাজনীতিতে অভ্যস্ত, অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ভুলে গেছেন, তাদের কোন নেতা মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে। তা দেশের মানুষ ভালো করেই জানে।‘ সেই নেতাকে দেশে ফিরিয়ে আনারও আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির এত শক্তি ও জনসমর্থন থাকলে ভোটের দিন দুপুরে কেন নির্বাচন থেকে সরে যায়, এ প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘বার বার আন্দোলনের ঘোষণা দিয়েও নিজ দলের নেতাকর্মীদের কেন মাঠে নামাতে পারে না?’

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।