রাজনীতি

টিকা নয়, সরকারের অব্যবস্থাপনার সমালোচনা করছে বিএনপি: টুকু

বিএনপি করোনা টিকার নয়, সরকারের অব্যবস্থাপনার সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, টিকা নিতে একজনের পাশে একজন স্বাস্থ্যবিধি না মেনে লাইনে দাঁড়িয়ে আছে। তাতে করোনা বিস্তার ব্যবস্থা করা হচ্ছে। আমরা সেটার বিরোধিতা করছি, সমালোচনা করছি।  আপনারা বেশি বেশি করে বুথ খুলতেন তাতে লোকের চাপ কমতো। তাতো করেননি আপনারা।

সরকারের মন্ত্রী-নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মঙ্গলবার (১০ আগস্ট) তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে আমি যদি ৭০% লোককে দুই ডোজ টিকা দেই আমরা যে  ২৫ কোটি ডোজ টিকা লাগবে-সেটার কী অবস্থা।  পাইপলাইনে কী অবস্থা, কবে কোনটা আসছে, কত স্টক আছে-দেশের মানুষ কিছু জানে না। সব আন্দাজি তারা বলতেছে। আমরা এগুলো নিয়ে সমালোচনা করি। টিকার বিরুদ্ধে আমরা-এটা না।

দেশের সব মানুষের জন্য টিকা কবে আসবে তার সুনির্দিষ্ট রোডম্যাপ জনসমক্ষে প্রকাশের জন্য সরকারের প্রতি আহবানও জানান টুকু।