রাজনীতি

চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষ

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

বিএনপি নেতা আমানউল্লাহ আমান গণমাধ্যমকে জানান, জিয়ার মাজারে যাওয়ার অনুমতি নেওয়া আছে, তারপরও পুলিশ  জিয়ার মাজারে যেতে দিচ্ছে না।

ছবি টিভি থেকে নেওয়া

বিএনপি নেতা ও সাবেক ফুটবলার আমিনুল হক গণমাধ্যমকে বলেন, আমাদের অনুমতি নেওয়া আছে তারপরও পুলিশ মাজারে যেতে দিচ্ছে না।

বিএনপি নেতাকর্মীরা জানান, আজ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল।

ডিএমপির শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।