রাজনীতি

‘শেখ মুজিব, জিয়াউর রহমান সবার শ্রদ্ধেয় নেতা’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অযথা শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে টানাটানি, জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি—এগুলো আমরা করতে চাই না। উনারা আমাদের সবার শ্রদ্ধেয় নেতা। তাদের সেই জায়গাতেই রাখা উচিত।’

শনিবার (২৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এটা জাতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই দুঃখজনক যে, এ দেশের স্বাধীনতার ক্ষেত্রে যাদের অবদান আছে, যারা স্বাধীনতাযুদ্ধে প্রাণ দিয়েছেন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা—তাদের সম্পর্কে নোংরা কথা যখন বলা হয়, তখন বোঝা যায়, তারা কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদের কোনো রাজনীতি নেই।’

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের ইস্যুগুলো নিয়ে আসা, তারা যে কতটা রাজনীতিশূন‌্য হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে রাজনীতিতে, এটা তার প্রমাণ। আজকে আপনাদেরকে (সাংবাদিক) দিয়ে আমাদের কাছে প্রশ্ন করিয়ে সে কথাগুলোকে আবার সামনে নিয়ে আসা হচ্ছে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা মাত্র।'

মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমানের দাফন হয়েছে, লক্ষ লক্ষ লোক জানাজায় শরিক হয়েছে। তৎকালীন সেনাপ্রধান এরশাদ সাহেব নিজে তার বডি ক্যারি করেছেন। ইট ইজ ওপেন ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এর চেয়ে বড় সত্য কিছু আর হতে পারে না।’