রাজনীতি

শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৭৫ হাজার চারা রোপন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ‌্যে বৃহৎ কর্মসূচি হাতে নিয়ে দলের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ‌্যে ৭৫ হাজার চারা রোপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, এই কর্মসূচি থাকছে তিন দিনের। প্রতিদিন ২৫ হাজার করে চারা সারাদেশে রোপন করা হবে।

তিনি বলেন, বৃষ্টির প্রাপ‌্যতা বেশি থাকলে আরও বেশি চারা রোপন করতে পারতাম আমরা। বৃষ্টি যেহেতু কমেছে সেজন‌্য এই পঁচাত্তর হাজার চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে। পরিবেশ উন্নয়নে শেখ হাসিনার যে আন্দোলন তার প্রথম দায়িত্ব হচ্ছে এই জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় বৃক্ষ রোপন। তিনি সাধারণ মানুষের জন‌্য কাজ করেন। পরিবেশের উন্নয়নেও কাজ করেন।’

‘প্রধানমন্ত্রী মানুষের কল‌্যাণের সাথে সাথে মানুষের পরিবেশ নিয়ে তিনি কাজ করেন। পরিবেশের ঝুঁকি মোকাবিলার একটি বড় মহতি উদ‌্যোগ হচ্ছে বৃক্ষরোপন। এই জন‌্য জন্মদিনে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ‌্যে বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির পক্ষ থেকে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।

‘গণতান্ত্রিক অভিযাত্রায় জননেত্রী শেখ হাসিনা’-শীর্ষক এই ওয়েবিনারের উদ্দেশ‌্য বলতে গিয়ে উপ-কমিটির সদস‌্য সচিব দেলোয়ার হোসেন বলেন, ‘আজকে আমরা যে শেখ হাসিনাকে দেখি, তার পেছনে একটি চ‌্যালেঞ্জিং ও সংগ্রামী জীবন রয়েছে। সেই আলোচনা এই প্রজন্মের আমরা ভুলতে বসেছি।’

তিনি বলেন, ‘পঁচাত্তরের বিয়োগান্তক ঘটনার পর পরবর্তী যে সামরিক সরকার, জিয়ার সামরিক সরকার, কার্ফ‌্যুতন্ত্র, গণতন্ত্র...। সে সময়ে শেখ হাসিনা নিজের বাসায় যেতে পারেননি। রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না। একটি সামরিক সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন‌্য আন্দোলন। দেশে দুটি সরকার সামরিক সরকার জিয়া ও এরশাদ। দুটি সামরিক সরকারকে মোকাবিলা করে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি করা পৃথিবীতে দ্বিতীয় কোনো রাষ্ট্র এবং নেত্রী নেই। শেখ হাসিনা গণতন্ত্রের অভিযানে আপোষহীণ নেত্রী।’

নতুন প্রজন্মকে গণতন্ত্রের জন‌্য শেখ হাসিনার ত‌্যাগ এবং অবদানের কথা জানাতে সহায়ক হতে হবে বলেও জানান তিনি।