রাজনীতি

রবিউল হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাইলো বিএনপি

লালমনিরহাটে পুলিশ হেফাজতে মারা যাওয়া রবিউল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। রোববার (১৭ এপ্রিল) বিকেলে জেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া গ্রামে রবিউলের বাড়িতে গিয়ে এ দাবি জানান দলটির জেলা সভাপতি আসাদুল হাবিব দুলু।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘রবিউল একটি টগবগে উচ্ছাসী ছেলে ছিল। পুলিশ হেফাজতে তার মৃত্যুর অভিযোগ উঠেছে। তিন দিন হয়ে গেল পুলিশ মামলা না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। হয়রানি করার চেষ্টা করছে। আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই।’

তিনি আরো বলেন, ‘পুলিশের উচিত ছিল এই সময় রবিউলের পারিবারের কাছে এসে তাদের শান্তনা দেওয়া। যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাদের দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। এটি বাঘের কাছে ছাগল দেওয়ার মতো একটি ঘটনা বলে আমি মনে করি।’

এ সময় তার সঙ্গে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি,জেলা বিএনপিসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে হাসাদুল হাবিব দুলু নেতাদের নিয়ে রবিউলের কবর জেয়ারত ও তার পরিবারের সঙ্গে ইফতারে অংশ নেন।