রাজনীতি

‘শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে আতঙ্ক ছড়ানো হচ্ছে’

শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক দুরবস্থার প্রসঙ্গ টেনে একটি মহল বাংলাদেশে উস্কানিমূলক মিথ্যাচার করে জনগণের মাঝে আতঙ্ক ছড়াতে লিপ্ত আছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৩ মে) এক বিবৃবিতে এ অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি বিএনপি ও তাদের দোসররা ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘কিছু কিছু চিহ্নিত গণমাধ্যম ও বিদেশি সাহায্যপুষ্ট কতিপয় তথাকথিত গবেষণা সংস্থা মনগড়া ও বাস্তবতাবিবর্জিত আষাঢ়ে গল্প পরিবেশন করে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের কৃত্রিম সঙ্কট সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, দাবি করে তিনি বলেন, ‘যতদিন বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হবে, ততদিন এ দেশের জনগণের জীবন সুরক্ষিত থাকবে। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা আফগানিস্তান হবে না।’

কোনো মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে আওয়ামী লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে বলে সতর্ক করেছেন ওবায়দুল কাদের।