রাজনীতি

অর্থ পাচারকারীদের তালিকা প্রকা‌শের দা‌বি

দেশের অর্থ বিদেশে পাচারকারী তাদের মদদদাতাদের তালিকা প্রকা‌শের দা‌বি জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বুধবার (১৮ মে) দল‌টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এক বিবৃ‌তি‌তে এ দা‌বি জানান। 

নেতারা ব‌লেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ অর্থ পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের ফরিদপুর জেলার সম্মেলনে বলেছেন যে, হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদেরকে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া হবে না। এই বক্তব্যে মধ্য দিয়ে তিনি স্বীকার করে নিয়েছেন সরকারি দলের অনেকেই হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।

তারা বলেন, দেশের ভেতর একটি চক্র অবৈধভাবে অর্থ আয় করে বিদেশে পাচার করে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলছে। কারা দেশের টাকা বিদেশে পাচার করছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। দেশের মানুষ অর্থ পাচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করে। 

টাকা পাচারকারী ও পাচারে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নি‌শ্চিত করার দাবি জানান।