রাজনীতি

ছাত্রলীগের হামলায় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত: ফখরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গত দুই দিনে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা ভয়াবহ তাণ্ডব চালিয়ে শতাধিক ছাত্রনেতা ও কর্মীকে আহত করেছে। এমনকি হাইকোর্টের ভেতরে ঢুকে খুঁজে খুঁজে বের করে মেরেছে। নারীদেরও তারা রেহাই দেয়নি। আহতদের মধ্যে শমরিতা হাসপাতালে ৫০ জনের বেশি চিকিৎসাধীন আছেন। অন্য হাসপাতালেও অনেকে আছেন। প্রত্যেকে আহত হয়েছেন মারাত্মকভাবে। তাদের মধ্যে দুজন আইসিইউতে আছেন।’

সম্প্রতি খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন, ‘স্বাভাবিকভাবেই চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। মানুষের এই নিন্দা-সমালোচনার ঝড় থামানোর জন্য, ঘটনাকে অন্য দিকে নেওয়ার জন্য তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। ছাত্রলীগের বর্বর এই হামলার তীব্র নিন্দা জানাই আমরা। অবিলম্বে ছাত্রদের যারা আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানাই।’