রাজনীতি

কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড: সরকারের পদত্যাগ চান ফখরুল

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান মির্জা ফখরুল।

উল্লেখ্য, সোমবার (৬ জুন) অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেছেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সভায় এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। এ দুর্ঘটনার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারেক রহমান জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক এবং অন্য কোনো দেশের নাগরিকত্বের জন্য তিনি আবেদনও করেননি।’

রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকারের চক্রান্তে তারেক রহমান নির্বাসিত অবস্থায় বৈধভাবেই যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেছেন, ‘ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত। তার মতো পদে থাকা মানুষের এমন আচরণ অত্যন্ত লজ্জাকর।’