রাজনীতি

বাম জোটের অর্ধদিবস হরতাল ২৫ আগস্ট

জ্বালানি তেল ও সারসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট সারাদেশে অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, জ্বালানি তেল ও সারের দাম কমানোর দাবিতে ২৫ আগস্ট সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় শাহবাগ মোড়ে পুলিশ বাধা দিলে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

তিনি বলেন, আমাদের স্লোগান হলো-‘দাম কমাও, জান বাচাঁও।’ মন্ত্রীর কথা অনুযায়ী এই দেশের ৫ শতাংশ মানুষ বেহেশতে আছে। আর ৯৫ শতাংশ মানুষ জাহান্নামে জীবন কাটাচ্ছে। দেশে দুই ধরনের অর্থনীতি চলছে। যার একটা ৫ শতাংশ মানুষের, যারা দেশের টাকা-সম্পত্তি লুট করছে। আরেকটি ৯৫ শতাংশ মানুষের অর্থনীতি। আমরা এই ৯৫ শতাংশ মানুষের সঙ্গে আছি, তাদের কথা বলছি, তাদের জন্য রাজনীতি করছি।বর্তমান সরকার সার্বিকভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তবে যাই করুক, এই সরকার কিন্তু শেষ রক্ষা করতে পারবে না।

বিক্ষোভ সমাবেশে অংশ নেন বাম নেতা শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মোশরেফা মিশু প্রমুখ।