রাজনীতি

দ্রব্যমূল্য কমানোর দাবি ইসলামী আন্দোলনের

অনিয়ন্ত্রিত ও অস্থিতিশীল বাজার হওয়ায় সাধারণ আয়ের মানুষ আজ বড় অসহায় জীবনযাপন করছে বলে অভিযোগ করে দ্রব‌্যমূল‌্য কমানোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন কাফরুল থানা শাখার নেতারা।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) কাফরুল থানা শাখার এক বৈঠকে নেতারা এ দাবি করেন।

নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজ সর্বত্র হাহাকার সৃষ্টি হয়েছে। সরকার ও সংশ্লিষ্টদের উচিত দেশকে অস্থির না করে, বাজারকে স্থির করা। দ্রব‌্যমূল‌্য কমিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষদের বাঁচতে দিতে হবে।

কাফরুল থানা সভাপতি হাজি নূর মোহাম্মদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মো. হানিফ ভূইয়ার সঞ্চালনায় বৈঠকে থানার নেতারা উপস্থিত ছিলেন।