রাজনীতি

রাজধানীতে জলাবদ্ধতা নিরসনে ইসলামী আন্দোল‌নের মানববন্ধন

রাজধানীর সাঈদনগরে জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে মানববন্ধন করে‌ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাদ জুমা ইসলামী আন্দোলনের ভাটারা থানা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

সংগঠনটির ভাটারা থানা কমিটির সভাপতি মুফতি হাবিবুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর কমিটির সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম।

তি‌নি বলেন, ‘রাজধানীর ৩৯ এবং ৪০ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে অবহেলিত। বিশেষ করে, সাঈদনগর এলাকায় জলাবদ্ধতার কারণে প্রায় ৫০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এ এলাকার রাস্তা ভেঙে গেছে। জলাবদ্ধতা দেখলে মনে হয় না এটা সিটি করপোরেশনের আওতাধীন কোনো এলাকা। ৪০ নম্বর ওয়ার্ডে রাস্তার কাজ শুরু হলেও ধীর গতির কারণে এই ওয়ার্ডের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়াসহ নানা অসুখে ভুগছে এ এলাকার মানুষ।’

সভাপতির বক্ত‌ব্যে মুফতি হাবিবুল্লাহ বলেন, ‘স্থানীয় ওয়ার্ড কমিশনার বারবার ওয়াদা করলেও এ ব্যাপারে তেমন কোনো জোরালো পদক্ষেপ অদ্যাবধি দেখা যায়নি। তাই, স্থানীয় জনগণ আজ মাঠে নামতে বাধ্য হয়েছে।’