রাজনীতি

‘জাপা নেতা শফিকুলের ওপর হামলাকারীদের শাস্তি দিতে হবে’

পিরোজপুরের তুষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘শফিকুলকে সন্ত্রাসীরা যেভাবে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে, তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। ঘটনার পর দুই দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এতে সন্ত্রাসীরা আরও উৎসাহিত হবে।’

তিনি আরও বলেন, ‘দ্রুত শফিকুলের হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ‌্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

পৃথক বিবৃতিতে জাপার প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না এমপি এবং অপর প্রেসিডিয়াম সদস‌্য ও ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি শফিকুল ইসলাম সেন্টু এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার তুষখালী সড়কে কুপিয়ে শফিকুল ইসলামের একটি পা বিচ্ছিন্ন করে সন্ত্রাসীরা। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।