রাজনীতি

‘মানুষের মুখে হাসি ফোটাতে জীবন উৎসর্গ করেছেন শেখ হাসিনা’ 

শেখ হাসিনা তার জীবনকে উৎসর্গ করেছেন বাংলাদেশের দুখী ও মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার বুদ্ধিদীপ্ত সুদক্ষ দূরদর্শী নেতৃত্বগুণে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার ফাউন্ডেশন। 

আবু নোমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ আলোচক ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা এম এ কাশেম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষক মিথুন মুস্তাফিজ।