রাজনীতি

দল‌কে শ‌ক্তিশালী করার আহ্বান রওশন এরশা‌দের

ভেদা‌ভেদ ভু‌লে দলকে শ‌ক্তিশালী করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর হো‌টেল ও‌য়ে‌স্টি‌নে দ‌লে যোগদানকারী‌দের উ‌দ্দেশে তি‌নি এ আহ্বান জানান।

রওশন এরশাদ বলেন, ‘সাম‌নে জাতীয় নির্বাচন। দল‌কে ক্ষমতায় নি‌তে হ‌লে সব ভেদা‌ভেদ ভু‌লে পার্টিকে শক্তিশালী করতে হ‌বে। জনগ‌ণের কল‌্যা‌ণে আত্মনিয়োগ করতে হবে। তোমাদের মনে রাখতে হবে, গ্রামের মানুষের কল্যাণের জন্যই প্রয়াত রাষ্ট্রপ‌তি হু‌সেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু, আল্লাহর অশেষ রহমতে পার্টির লাখ লাখ নেতাকর্মীর মাঝে তি‌নি বেঁচে আছেন।’ 

বি‌রোধী দলীয় নেতা ব‌লেন, ‘নানা কার‌ণে পল্লীবন্ধুর জাতীয় পা‌র্টি‌ ছে‌ড়ে যারা চ‌লে গে‌ছেন, আ‌মি সবাই‌কে দ‌লে ফি‌রি‌য়ে আন‌তে চাই। দু‌র্দি‌নে তা‌দের সবার অবদান ছিল। সকল‌কে নি‌য়ে দল‌কে শ‌ক্তিশালী কর‌তে চাই। তা‌দের নি‌য়ে রাজনী‌তি কর‌তে চাই।’

এর আ‌গে শনিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাতীয় পার্টির শীর্ষ পর্যা‌য়ের নেতা ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, হুসেইন মুহম্মদ এরশাদের শিক্ষাবিষয়ক উপদেষ্টা রফিকুল হক হাফিজ এবং বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার (বাইসস) সিনিয়র সহ-সভাপতি হাসান রকীব আজাদের নেতৃত্বে মানিকগঞ্জ বিকল্পধারার অর্ধশতাধিক নেতাকর্মী রওশন এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন রওশন এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহি সাদ এরশাদ, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, সাবেক এমপি এমএ গোফরান, সা‌বেক প্রেসি‌ডিয়াম সদস‌্য কাজী মামুনূর রশীদ, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নূরুল ইসলাম নূরু, সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, মিজানুর রহমান দুলাল প্রমুখ।

সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন বলেছেন, ‘নিজ ঘরে (জাতীয় পার্টি) ফিরে স্বাচ্ছন্দ্য বোধ করছি। বার বার ভুল ও অভিমানে ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার আর ভুল করতে চাই না। পিতাকে (হুসেইন মুহম্মদ এরশাদ) হারিয়ে মায়ের (রওশন এরশাদ) পাশে এসে দাঁড়িয়েছি। আশা করি, পার্টি শক্তিশালী হবে।’

রফিকুল হক হাফিজ বলেন, ‘যে উৎসাহ নিয়ে আজ আমরা একত্রিত হয়েছি, তা কাজে লাগাতে হবে। পার্টিতে কোনো বিভেদ, বিভ্রান্তি বা দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না।’

গোলাম মসীহ্ বলেন, ‘কোনো ধরনের পৃথক বলয় বা গ্রুপিং সৃষ্টি করা যাবে না। জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে। কাউকে আপসেট করা যাবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে এগিয়ে নিতে হবে। নবাগত নয়, ঘরের ছেলেরা ঘরেই ফিরে এসেছে। এজন্য দরকার নেতৃত্বের সুযোগ সৃষ্টি করে দেওয়া।’