রাজধানীতে বিএনপির গণমিছিল থেকে যেকোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের আশঙ্কায় জানমাল রক্ষায় রাজপথে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ। যাত্রাবাড়ীতে বড় অবস্থান কর্মসূচি পালন করে ক্ষমতাসীন দলটি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংসদীয় আসন ঢাকা-৫ এর বিভিন্ন এলাকায় অবস্থান কর্মূসচি পালন করে আওয়ামী লীগ।
স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচিতে যাত্রাবাড়ী, ডেমরা এবং কদমতলী থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মৎস্যজীবী লীগের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
বিকেলে ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীর চৌরাস্তায় শান্তিপূর্ণ অবস্থান শেষে সমাবেশ করা হয়। সমাবেশে কামরুল হাসান রিপন বলেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর থেকে জানমাল রক্ষায় আমরা মাঠে আছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়া যাতে কোনো অপশক্তি নস্যাৎ করতে না পারে, সেজন্য নেতাকর্মীরা সতর্ক আছে, থাকবে।
বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্পটে সতর্ক অবস্থান নেয় আওয়ামী লীগ। বিএনপি কর্মসূচিতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে অগ্নিসন্ত্রাস এবং ভাঙচুরের মতো সহিংস উপাদান যুক্ত করার ষড়যন্ত্র করছে দাবি করে জনগণের জানমাল রক্ষায় রাজপথে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ, শ্যামলী, মহাখালী, গাবতলী, উত্তরা, ফর্মগেট, মিরপুর, রামপুরায় অবস্থান কর্মসূচি ও সমাবেশ করে আওয়ামী লীগ।