দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এবার ঢাকার আসনগুলো নিয়ে ভিন্ন ভাবনা রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তর্গত ১৬টি আসনে দলের কেন্দ্রীয় নেতাদের প্রাধান্য দেওয়ার প্রস্তাব করা হয়েছে দলের হাইকমান্ডের কাছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এসব আসনে দলের গুরুত্বপূর্ণ নেতাদের সুযোগ করে দেওয়া হলে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে এমন বিবেচনা থেকে এই প্রস্তাব করা হয়েছে বলে দাবি করা হয়েছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই প্রস্তাব দলের হাইকমান্ড গুরুত্বের সঙ্গে নিয়েছেন। দলের মনোনয়ন বোর্ডের সভায় ঢাকার আসনগুলোতে দলীয় প্রার্থী চূড়ান্ত করার আগে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হতে পারে। এক্ষেত্রে ঢাকা মহানগরের ১৬টিসহ জেলার মোট ২০ আসনের কিছু আসনে নতুন মুখ দেখা যাবে তা অনেকটাই নিশ্চিত। এক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-৮ আসন। বর্তমানে জোটের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এই আসনের সংসদ সদস্য।
দেলোয়ার হোসেন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।
আলোচিত এই ছাত্রনেতা ১৯৮৭ সালে মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর লক্ষীনারায়ণ উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। ঢাকা কলেজের ছাত্র থাকাকালীন ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করছেন ১৯৮৯ সালের দিকে।
১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিষয়ের ছাত্র। স্নাতকে পড়ার পাশাপাশি ১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তিনি। পরবর্তীতে ২০০২ সালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১২ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে দেলোয়ার হোসেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। একই সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হিসেবে বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটিতে দায়িত্বরত ছিলেন।