রাজনীতি

পিন্টুর ৫ লাখ টাকা জরিমানা স্থগিত

আদালত প্রতিবেদক : পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপির নেতা নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টুর করা আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট। পাশাপাশি নিম্ন আদালতের দেওয়া পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল গ্রহণ করে এ আদেশ দেন।আদালতে পিন্টুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন সগীর হোসেন লিয়ন।

এর আগে গত জানুয়ারি মাসে পিন্টুর পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম হাইকোর্টে আপিল দায়ের করেন। গত ৮ জুন মামলাটি হাইকোর্টের বেঞ্চে পাঠানো হয়।পিন্টুর আইনজীবী সগীর হোসেন লিয়ন জানান, জেল কোড অনুযায়ী পিন্টুকে ডিভিশন দেওয়ার বিষয়ে আগামীকাল বুধবার শুনানি হবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ নভেম্বর বহুল আলোচিত পিলখানা হত্যা মামলায় বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত। এ ছাড়া ওই রায়ে তার ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৪/মেহেদী/দিলারা/এএ