রাজনীতি

কামারুজ্জামানের আপিল শুনানি অব্যাহত

আদালত প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায়  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিল শুনানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার  বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের  আপিল বেঞ্চ শুনানি শেষে বুধবার পর্যন্ত মুলতবি করেন।আপিল শুনানিতে কামারুজ্জামের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গঠিত দুই নম্বর অভিযোগে রাষ্ট্রপক্ষের তিন নম্বর সাক্ষীর জবানবন্দি পড়ে শোনানো হয়।  

আদালতে কামারুজ্জামানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত বছরের ৬ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আপিল করেন কামারুজ্জামান।   প্রসঙ্গত, গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।  

রাইজিংবিডি/ঢাকা/১০ জুন ২০১৪/মেহেদী/দিলারা