রাজনীতি

রাজনীতিবিদদের সঙ্গে খালেদার ইফতার

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানের দ্বিতীয় দিনে দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনীতিবিদদের সম্মানে এ ইফতার  মাহফিলের আয়োজন করা হয়। খালেদা জিয়া সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিটে বসুন্ধরা কনভেনশন সেন্টারে উপস্থিত হন।ইফতার মাহফিলে রাজনীতিবিদদের মধ্যে জাসদ (রব) সভাপতি আ স ম আব্দুর রব, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল হালিম, কর্মপরিষদের সদস্য আমিনুল ইসলাম,  ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান,  খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এনপিপি মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টি  আব্দুল মোবিন, মুসলিমলীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, খেলাফত মজলিশ এর মহাসচিব আহম্মদ আব্দুল কাদের, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাইদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, আব্দুল মান্নান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, প্রচার সম্পাদক জয়নাল আবেদিন ফারুক, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন,  যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।প্রথম রমজানে রাজধানীর লেডিস ক্লাবে লামামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করেন খালেদা জিয়া।

 

রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৪/রেজা/শামসুল