রাজনীতি

হত্যাকাণ্ডের দায় নি‌য়ে সরকার‌কে পদত্যাগ করতে হ‌বে: এবি পার্টি

কোটা সংস্কার আন্দোলন দমা‌তে সরকার নি‌র্বিচা‌রে হত‌্যকাণ্ড চা‌লি‌য়েছে অভিযোগ ক‌রে এসব হত্যাকাণ্ডের দায় নি‌য়ে সরকার‌কে পদত‌্যা‌গ করার দা‌বি জা‌নি‌য়ে‌ছে আমার বাংলা‌দেশ পা‌র্টি। হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা উদঘাটন ও ন্যায়বিচারের স্বার্থে জাতিসংঘের অধীনে তদন্ত দাবিও করে দল‌টি।

রোববার (২৮ জুলাই) এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এক বিবৃ‌তি‌তে এ দা‌বি ক‌রেন।

তারা বলেন, ইতোমধ্যেই আন্দোলনরত ছাত্র সমাজ ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সারাদেশে প্রায় ৯ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে ডিবি অফিসে তুলে এনে নির্যাতন করা হয়েছে। বিভিন্ন জায়গায় অসংখ্য ছাত্র জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অনবরত হয়রানি করা হচ্ছে।

তারা আরও ব‌লেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে রিমান্ডে নিয়ে আমানবিক নির্যাতন করা হয়েছে। সাধারণ ছাত্র জনতাকে আতঙ্কিত করতে রাতের আঁধারে ব্লক রেইড দিয়ে গণ গ্রেফতার চালানো হচ্ছে। যেখান থেকে রেহাই পাচ্ছেন না নারী, কিশোরসহ সিনিয়র সিটিজেনরাও।

নেতারা দেশব্যাপী এ হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের উদ্দেশ্যে বলেন, গণহত্যা কিংবা গণগ্রেফতার কোনোকিছু করেই স্বৈরাচারের শেষ রক্ষা কখনো হয়নি। জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারেনি, আপনিও পারবেন না। হত্যাকাণ্ডের দায় নিয়ে নিজ থেকে পদত্যাগ করুন। জনগণ আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না।