রাজনীতি

বিএনপি নেত্রী দিশেহারা হয়ে পড়েছেন: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। আন্দোলনের নামে কেউ ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে কঠোর হস্তে দমন করা হবে।শনিবার সকাল ১১টায় কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু আরো বলেন, ‘মহাজোট সরকারে উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দিশেহারা হয়ে পড়েছেন।  মহাজোট সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে, আর খালেদা জিয়া তাদেরকে হত্যা করে রাজাকারদের সম্মানিত করেন। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পুর্নবাসিত ও রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন।’ তথ্যমন্ত্রী আরো বলেন, ‘গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সাংবিধানিকভাবে ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে। খালেদা জিয়া এ নির্বাচনে না এসে জামায়াত-হেফাজতের গুন্ডাদের নিয়ে চক্রান্ত করে ক্ষমতা দখলের চেষ্টা করেছিলো।’ তিনি আন্দোলনের নামে নাশকতা, অন্তর্ঘাত ও মানুষ হত্যার জন্য খালেদা জিয়াকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, পৌর মেয়র এনামুল হক, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল করিম, সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস। উল্লেখ্য, এলজিইডি’র তত্ত্বাবধানে ২ কোটি ১২ লাখ ৮১ হাজার ৯৫৫ টাকা ব্যয়ে এ ভবণ নির্মিত হবে।

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৪/কাঞ্চন কুমার/শাহনেওয়াজ