২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে প্রতিক্রিয়া জানাবে জাতীয় পার্টি।
সোমবার (২ জুন) দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, “জাতীয় পার্টির চেয়ারম্যান দুই একদিন পরে জাতীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাবেন।”
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি স্বাধীন বাংলাদেশের ৫৪তম এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট।