রাজনীতি

যাত্রাবাড়ীতে ব্যবসায়ী হত্যা: রিমান্ড শেষে কারাগারে ৩ আসামি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যবসায়ী ইয়াছিন গাজী হত্যা মামলায় তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৪ জুন) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর ফরহাদ আলী দুই দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে  তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া তিন আসামি হলেন- আল আমিন, নাজমা বেগম ও সাবিনা আক্তার। 

সোমবার তাদের তিন জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

যাত্রাবাড়ীর কাজলার ছনটেক এলাকায় রোববার রাত সাড়ে ১০ টার দিকে বঁটির কোপে মো. ইয়াসিন গাজী (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হন। পাওনা টাকা চাইতে এসে মায়ের দোয়া হোটেলে খালাতো বোনের স্বামী আল আমিন ইয়াসিনকে কুপিয়ে আহত করেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে সোমবার যাত্রাবাড়ি থানায় মামলা করেন।