রাজনীতি

নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তোপের মুখে আসিফ নজরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্ট দিয়ে তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সরকারের এই আইন উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

শুক্রবার (২৭ আগস্ট) রাত ১০টা ৫৭ মিনিটের দিকে দেওয়া আসিফ নজরুলের এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য লেখেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেখানে উপদেষ্টাকে ‘স্যার’ সম্বধন করলেও তাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি দেন তিনি। 

সরকারের দায়িত্বে থেকে হামলার নিন্দা জানানোয় পাল্টা প্রশ্ন রেখে হাসনাত তার পোস্টে লেখেন, “প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কীভাবে কোন কাজে বাধা দিছে, এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।”

রাত ১১টা ৫৮ মিনিট পর্যন্ত হাসনাতের এই মন্তব্যের নিচে ৫৭ হাজারের বেশি রিঅ্যাকশন এবং প্রায় সাড়ে চার হাজার মন্তব্য পড়েছে, যার বেশিরভাগই গেছে অধ্যাপক নজরুলের বিরুদ্ধে।

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতাকর্মীরা। গণঅধিকারের দাবি, তাদের মিছিলের পেছন থেকে হামলা করেছে জাতীয় পার্টি। অন্যদিকে জাতীয় পার্টির পাল্টা অভিযোগ, তাদের প্রধান কার্যালয়ে হামলা হয়েছে ওই মিছিল থেকে।

এ নিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে ঢিল ছোড়াছুড়ির একপর্যায়ে কাকরাইল-বিজয়নগরে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন দুই দলের নেতাকর্মীরা। তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে মাঠে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে গণঅধিকারের সভাপতি সেখানে সংবাদিকদের উদ্দেশে কথা বলার চেষ্টা করলে তার ওপর লাঠিচার্জ করা হয়। 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও আহত হন। আহত অবস্থার মধ্যেও মাঝে মাঝে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসাধীন রাশেদ খাঁন জানান, নুরুল হক নুরের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।