সেলিম রানা সিয়ামকে (ঢাকা বিশ্ববিদ্যালয়) আহ্বায়ক ও সাহিদুল ইসলাম সাকিলকে (ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) সদস্য সচিব করে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ এই কমিটি অনুমোদন দেন।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মো. শরীফ মিয়া ও সেলিম রানা হিরোকে সদস্য করা হয়েছে।
দলীয় চেয়ারম্যানের অনুমোদনক্রমে গঠনতন্ত্রের প্রদত্ত ও সাংগঠনিক ক্ষমতাবলে ছাত্র সমাজের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে সব বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র নেতাদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।