রাজনীতি

প্রশাসনের দোসররা নির্বাচনে বাধা দিতে পারে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের দল এখনো সংশয় কাটাতে পারেনি। তবে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে, তারা নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে।

রবিবার (৩১ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

বৈঠকে সীমানা পুনর্নির্ধারণ, প্রবাসী ভোট, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান রিজভী।

তিনি বলেন, ‘‘প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো দোসররা আছে, যারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এ বিষয়ে আমরা ইসির প্রস্তুতি জানতে চেয়েছি।’’

রিজভী আরও বলেন, ‘‘আমরা আশা করি, কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করবে এবং সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।’’

নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নুর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ওপর হামলা নিন্দনীয়। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’’