রাজনীতি

জি এম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তাঁর স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (৪ সেপ্টেম্বর) দু‌র্নী‌তি দমন ক‌মিশ‌নের আবেদ‌নের প্রেক্ষি‌তে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। এ বিষ‌য়ে প্রয়োজনীয় ব‌্যবস্থা নি‌তে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ ঢাকাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। 

দুদ‌কের ডেপু‌টি ডাই‌রেক্টর আকতারুল ইসলাম এ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

সা‌বেক বি‌রোধী দলীয় নেতা জিএম কা‌দের ও তার স্ত্রী শেরীফার বিরু‌দ্ধে ক্ষমতার অপব‌্যবহার ক‌রে দ‌লের ম‌নোনয়ন বা‌ণিজ‌্যসহ ঘুষ-দুর্নী‌তির মাধ‌মে জ্ঞাত আয় ব‌হির্ভূত বিপুল সম্প‌দ অর্জ‌নের অভিযোগ র‌য়ে‌ছে। তারা দুর্নী‌তির এই টাকা বি‌দে‌শে পাচার ক‌রে‌ছেন ব‌লেও অভিযোগ আছে। এসব অভিযোগ আম‌লে নি‌য়ে দুর্নী‌তি দমন ক‌মিশন তা‌দের বিরু‌দ্ধে অনুসন্ধান কর‌ছে। 

অনুসন্ধানকারী কর্মকর্তা দুদ‌কের উপ প‌রিচালক রেজাউল করিম সা‌বেক এম‌পি গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করলে বৃহস্প‌তিবার আদালত তা মঞ্জুর ক‌রেন। 

আদেশে বলা হয়, রংপুর-৩ এর সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযুক্ত ব্যক্তিগণ দেশ ত্যাগ করতে পারেন যা অনুসন্ধানকারী কর্মকর্তার দরখাস্তদৃষ্টে প্রতীয়মান হয়। 

অভিযুক্ত ব্যক্তি যাতে বিদেশ গমন না করতে পারেন, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দরখাস্তে বর্ণিত ব্যক্তির বিদেশ গমন নিষেধাজ্ঞা আবশ্যক মর্মে প্রতীয়মান হয়। অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত দরখাস্ত ও অভিযোগের গুরুত্ব বিবেচনায় দরখাস্তটি মঞ্জুরযোগ্য মর্মে প্রতীয়মান হয়। 

ফলে অনুসন্ধানকারী কর্মকর্তার প্রার্থীত মতে দরখাস্তে বর্ণিত দুই দুইজন ব্যক্তির বিদেশ গমণে নিষেধাজ্ঞা প্রদান করা হলো। 

সেই সাথে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ মালিবাগ, ঢাকাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে তা‌দের উভয়ের ব‌্যাংক হিসাব জব্দ করা হ‌য়।