রাজনীতি

অভিশংসন আইন জাতির জন্য ভয়াবহ : তরিকুল

নিজস্ব প্রতিবেদক : বিচারকদের অপসারণ-ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা দেশ ও জাতির জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘যে সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই, সেই সংসদের এমন আইন করারও কোনো অধিকার নেই। এই আইনের ফলে বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে।’মঙ্গলবার বিকেলে জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।জাতীয় সম্প্রচার নীতিমালার সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘এর মাধ্যমে সরকার গণতন্ত্রের প্রচার সীমিত করতে চাইছে।’ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করছেন সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন।রাইজংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৪/রেজা/সাইফুল/কমল কর্মকার