রাজনীতি

ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি জামায়াতও ধর্মের জন্য ক্ষতিকর: আমিনুল

ধর্ম বিক্রি করে জামায়াত রাজনীতি করছে অভি‌যোগ ক‌রে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ব‌লে‌ছেন, “ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর। তারা ধর্মকে রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ধর্ম বিক্রি করে তারা রাজনীতি করছে, যা ধর্ম ও সমাজ উভয়ের জন্যই বিপজ্জনক।”

শনিবার (৪ অক্টোবর) পল্লবীর প্যারিস রোডের শাহীন স্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

জামায়াত সম্প‌র্কে সতর্ক থাকার আহ্বান জানি‌য়ে আমিনুল হক বলেন, “আমরা মুসলমান হিসেবে সব ধর্মকে সম্মান করি। কিন্তু ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করে যারা নিজেদের রাজনৈতিক সুবিধা নিতে চায়, তারা কখনোই সফল হবে না। গতকাল এক জামায়াত নেতা বলেছেন, ‘রোজা আর পূজা নাকি একই মুদ্রার এপিট-ওপিঠ।’ এই ধরনের শিরকি বক্তব্য বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না।”

“আমরা একটি অসাম্প্রদায়িক, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান- সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সঙ্গে বাস করতে পারবে। কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুন করে রাজনীতি শুরু করেছে, যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ,” যোগ করেন বিএন‌পির এই নেতা।

তিনি বলেন, “কিছু রাজনৈতিক মহল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। দুই-একটি দল এবং একটি ইসলামিক দল পিআর এর নামে ও নানা অজুহাতে নির্বাচনের সময়সূচি পেছানোর চেষ্টা করছে। এই প্রচেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী।”

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম প্রমুখ।

পরে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডের বাউনিয়াবাধ ডি-ব্লক বেড়িবাধ সংলগ্ন আরবান শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক।