রাজনীতি

শিক্ষকদের অনশনস্থলে স্বাস্থ্যসেবা দিচ্ছে এনসিপি

তিন দাবি আদায়ে রাজধানীর শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। তাদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হেলথ উইংয়ের সদস্যরা। 

শুক্রবার (১৭ অক্টোবর) এনসিপির হেলথ উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অনশনরত শিক্ষকদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে একটি মেডিকেল টিম শহীদ মিনারে সার্বক্ষণিক উপস্থিত থাকবে।

এনসিপির হেলথ উইংয়ের প্রধান ডা. মো. আব্দুল আহাদ বলেছেন, “শিক্ষকরা জাতির অমূল্য সম্পদ। ন্যায্য দাবিতে যে আন্দোলন চলছে, তা তাদের গণতান্ত্রিক অধিকার। তাদের স্বাস্থ্যঝুঁকি দেখা দেওয়ায় মানবিক বিবেচনায় আমাদের মেডিকেল টিম অনশনস্থলে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেবে।”

মেডিকেল টিমে আছেন: ডা. ইউসুফ জামিল তিহান সমন্বয়কারী, হেলথ উইং, এনসিপি  +880 1712-714168

ডা. হুমায়ুন কবির সরকার হিমু সমন্বয়কারী, হেলথ উইং, এনসিপি +880 1760-125135

ডা. মো. আব্দুস সালাম সমন্বয়কারী, হেলথ উইং, এনসিপি  +880 1571-421035

জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা ইউনিটের যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত বলেছেন, “আমরা শিক্ষকদের দাবি ও অবস্থানের প্রতি শ্রদ্ধাশীল। তারা যাতে স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন, সেজন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছি।”

এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন করছেন। আন্দোলনের অংশ হিসেবে তারা এখন অনশন কর্মসূচি পালন করছেন।