রাজনীতি

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিরোধী রাজনৈতিক শক্তির ঐক্য ভাঙা যাবে না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, “গণহত্যাকারীরা দেশ থেকে পালিয়েছে। ব্যাংক-বীমাসহ অর্থনৈতিক প্রতিষ্ঠান লুট করে দেশকে পঙ্গু করার চেষ্টা করেছে। কিন্তু তারা পুরোপুরি হারিয়ে যায়নি—এটা ভুলে গেলে চলবে না।”

তিনি বলেন, “বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান গত ১৬ বছর ধরে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আছেন। মিথ্যা মামলায় নেত্রীকে বন্দি রাখা হয়েছে, চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে। আল্লাহর কৃপায় তিনি এখনো বেঁচে আছেন। অন্যদিকে তারেক রহমানের ওপরও অন্যায় আচরণ হয়েছে, তাই তিনি দেশে ফেরার আগে সময় নিচ্ছেন এবং দল প্রস্তুতি নিচ্ছে।”

দুদু বলেন, “দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। এমন দলকেই ক্ষমতায় আনতে হবে, যারা জনগণের কথায় বিশ্বাস করে এবং প্রতিশ্রুতি রক্ষা করে—আমার বিশ্বাস, সেই দল হলো বিএনপি।”

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, শাহা নেচারুল হক, কৃষকদল নেতা শফিকুল ইসলাম সবুজ, রমিজ উদ্দিন রুমি, রবিউল ইসলাম তালুকদার রবি, আমির হোসেন দানেজ, মো. মুসা ফরাজী প্রমুখ।

সভাপতিত্ব করেন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এম জাহাঙ্গীর আলম।