রাজনীতি

আবারও উত্তপ্ত সংসদ, বিএনপির ওয়াক আউট

সংসদ প্রতিবেদকঢাকা, ২১ জুন: বাজেট আলোচনা করতে গিয়ে সরকার ও বিরোধী দলের দুই মহিলা সংসদ সদস্য অপু উকিল ও নিলোফার চৌধুরী মনির মধ্যে অশ্লীল ও অসংসদীয় ভাষায় বাক্য বিনিময় হয়।  এ ধরণের বক্তব্যে বৃহস্পতিবারও জাতীয় সংসদে তুমুল হৈ হট্টগোলের সৃষ্টি হয়।

এক পর্যায়ে খালেদা জিয়ার পিতৃপরিচয় এবং তারেককে মহাদুর্নীতিবাজ উল্লেখ করে অপু উকিল তার ফাঁসির দাবি জানালে প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।ওয়াকআউটের সময় বিএনপির মহিলা সদস্যদের চিৎকার করে আপত্তিকর  স্লোগান দিতে দিতে বেরিয়ে যেতে দেখা যায়। অধিবেশনের বাইরেও ওই স্লোগান দিতে দেখা যায় তাদের।স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী কেরামত আলী, শফিকুর রহমান, অধ্যাপক ডা. এম আমানউল্যাহ, আজিজুল হক চৌধুরী, গোলাম সবুর, তানভীর শাকিল জয়, শামসুর রহমান শরীফ, টিপু মুন্সি, অধ্যাপিকা অপু উকিল, জাতীয় পার্টির জাফরুল ইকবাল সিদ্দিকী, গোলাম কিবরিয়া টিপু, বিএনপির শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, নিলুফার চৌধুরী মনি প্রমুখ।বিএনপির নিলুফার চৌধুরী মনি সরকারের সমালোচনা করে বলেন, খালেদা জিয়া নামাজ পড়েন, খতম তারাবি পড়েন। অথচ প্রধানমন্ত্রী তার সম্পর্কে মিথ্যাচার করছেন। বিরোধী দলকে দমন করতে সরকার গায়ের জোরে সন্ত্রাস দমন আইন পাস করেছে। বাংলাদেশ পুলিশ রাষ্ট্র হোক আমরা তা চাই না। সংবিধানের ৫৭ (৩) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর মেয়াদের কোন শেষ নেই। ঢাকা সিটি করপোরেশনের মতো জাতীয় নির্বাচনকে ঝুলিয়ে রেখে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করা হচ্ছে। সরকারের দুঃশাসনের জবাব চার সিটি নির্বাচনে জনগণ দিয়ে দিয়েছে। জনগণ তারেক রহমানকে আগামীতে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চায়, এটা শুনে সরকারের মাথায় বাজ পড়েছে। তিনি অর্থমন্ত্রীকে ‘বছরের সেরা ক্লাউন’, তথ্যমন্ত্রীকে ‘ভাড়াটে মন্ত্রী’, সুরঞ্জিত সেনগুপ্তকে ‘কালো বিড়াল’, সরকারি দলের সংসদ সদস্যদের ‘মস্তিষ্ক বিকৃত’ ইত্যাদি আখ্যা দিয়ে উস্কানিমূলক বক্তব্য রাখেন। এক পর্যায়ে তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে প্যারোডি করে বক্তব্য রাখলে সরকারি দলের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন।মনি’র বক্তব্যের জবাব দিতে দাঁড়িয়ে সরকারি দলের অধ্যাপিকা অপু উকিল বলেন, বেগম জিয়ার মা লক্ষ্মী মারমা ভারতের চা-বাগানে কাজ করতেন, তার পিতা ছিলেন ইহুদি। জিয়াউর রহমানের জন্ম পাকিস্তানে। বাংলাদেশে এসে বিয়ে করতে বাধ্য হন পুতুল নামের খালেদা জিয়াকে। এই খালেদা জিয়া আজ দেশে সাম্প্রদায়িক সন্ত্রাস চালাচ্ছেন, সংখ্যালঘুদের নির্যাতন করছেন। এক সংখ্যালঘুর ঘরে জন্ম নিয়ে কিভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করছেন? দুর্নীতির বরপুত্র তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার স্বপ্ন দেখছেন বিরোধী দলের সদস্যরা। এ ধরনের বক্তব্যে তীব্র ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলের সদস্যরা। ডেপুটি স্পিকার অপু উকিলকে বাজেটের ওপর বক্তৃতা দেয়ার ব্যাপারে সতর্ক করলেও আক্রমণাত্মক বক্তব্য চালিয়ে যান তিনি। তিনি বলেন, দুর্নীতির কারণে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছেন তারেক জিয়া। দেশের মানুষ মহাদুর্নীতিবাজ বরপুত্রকে গ্রহণ নয়, বরং ফাঁসি চায়।এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা এক যোগে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। তাঁরা স্পিকারকে উদ্দেশ্য করে অপু উকিলের মাইক বন্ধ এবং অসংসদীয় বক্তব্যগুলো এক্সপাঞ্জের দাবি জানাতে থাকেন। তুমুল হৈ-চৈ, হট্টগোলের এক পর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা।  রাইজিংবিডি / কেএস