রাজনীতি

জাকির নায়েকের সফর: সিদ্ধান্ত স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বিশিষ্ট ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চললেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়—এ কথা জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাকির নায়েককে বাংলাদেশে আনতে যারা আগ্রহী, তারা আমার সঙ্গে দেখা করেছেন। আমি তাদের জানিয়েছি, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আমার নেই। বিষয়টি পুরোপুরি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের।”

তিনি আরও বলেন, ‘‘কোনো বিদেশি অতিথি দেশে প্রবেশ করলে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ই তা দেখভাল করে। তারা অনুমতি দিলে তিনি (জাকির নায়েক) আসতে পারবেন।’’

ধর্ম উপদেষ্টা আরও যোগ করেন, ‘‘আমার ব্যক্তিগত সম্মতি বা অসম্মতি কোনো বিষয় নয়। সরকারী প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।’’

ভারতের মন্তব্যে বাংলাদেশের প্রতিক্রিয়া

ডা. জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করেছেন, নায়েক ভারতের আইনে অভিযুক্ত ও পলাতক, তাই তাকে বাংলাদেশে এলে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়া উচিত।

এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেন, ভারতের মন্তব্য আমাদের নজরে এসেছে। আমরাও বিশ্বাস করি, কোনো দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে অন্য দেশে আশ্রয় দেওয়া উচিত নয়।

তিনি আরও জানান, এই ইসলামিক স্কলারের ঢাকা সফর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।

সম্ভাব্য সফরের তারিখ

সূত্রে জানা গেছে, ডা. জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় দুই দিনের সফরে আসতে পারেন। তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।