ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে, মাত্র ১০ জন নারী প্রার্থী রয়েছেন। যা মোট প্রার্থীর ৪ দশমিক ২২ শতাংশ।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকায় নারী প্রার্থীরা হলেন—
১. বেগম খালেদা জিয়া (দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১)।
২. ফারজানা শারমীন (নাটোর-১)।
৩. মোছাঃ সাবিরা সুলতানা (যশোর-২)।
৪. সানসিলা জেবরিন (শেরপুর-১)।
৫. আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩)।
৬. সানজিদা ইসলাম তুলি (ঢাকা-১৪)।
৭. শ্যামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২)।
৮. ইসরাত সুলতানা ইলেন ভুট্টু (ঝালকাঠি-২)।
৯. মোছা. তাহসিনা রুশদীর (সিলেট-২)।
১০. নায়াব ইউসুফ আহমেদ (ফরিদপুর-৩)।