জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
পরওয়ার বলেন, “গণভোট প্রসঙ্গে যে ঘোষণা প্রধান উপদেষ্টার দিয়েছেন তাতে গণদাবি উপেক্ষা করা হয়েছে। এই সিদ্ধান্ত ভোটারদের জন্য একটা সংকট তৈরি করল।”
তিনি বলেন, “গণভোট জাতীয় নির্বাচনের আগে আয়োজন করা গেলে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো। এছাড়া যেসব বিষয়ে ওপর গণভোটের প্রশ্ন নির্ধারণের কথা প্রধান উপদেষ্টা বলেছেন সেটাও বিশ্লেষণ করা জরুরি।”