যুক্তরাজ্যের লন্ডন অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে আসবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে কথা বলার সময় এই বার্তা দেন তিনি।
খালেদা জিয়ার অসুস্থতা ও তার চিকিৎসা ব্যবস্থাপনা, রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনে প্রচার কৌশলের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠকে কথা বলেন স্থায়ী কমিটির সদস্যরা।
বৈঠকে এভারকেয়ার হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের স্থায়ী কমিটির সদস্য বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বেগম জিয়ার সর্বশেষ অবস্থা বৈঠকে তুলে ধরেন।
লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়ে সভায় সভাপতিত্ব করেন। রাত ৯টা থেকে টানা বৈঠক হয়, যা শেষ হয় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ১১টায়।
বৈঠক থেকে বেরিয়ে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “উনি (তারেক রহমান) শিগগিরই চলে আসবেন, ইনশাল্লাহ।”
শিগগির তার দেশে ফেরার বার্তা দিলেও তারেক রহমান ঠিক কবে আসছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি সালাহউদ্দিন আহমেদ।
বৈঠকে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘এটা আমাদের নিয়মিত বৈঠক। এখানে নির্বাচনভিত্তিক এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের প্রচারের বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা হয়েছে।”
বিএনপি চেয়ারপারসনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ সংক্রান্ত বিষয় অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাহেব সংবাদমাধ্যমকে বলবেন।”
৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর মধ্যে গত বৃহস্পতিবার মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটময়।’
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে।
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে সারা দেশে তার জন্য দোয়া করা হচ্ছে। বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচিতে তার জন্য দোয়া প্রার্থনা করছেন।