রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। এর আগে শাশুড়ির সঙ্গে আড়াই ঘণ্টা সময় কাটান তিনি।
পরে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জুবাইদা রহমান এভারকেয়ার থেকে বের হয়ে ধানমন্ডির বাসার উদ্দেশ্যে রওনা দেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তার আগমনকে কেন্দ্র করে হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়।
হাসপাতালে পৌঁছানোর আগে তাকে স্বাগত জানাতে হাসপাতালের বাইরে জড়ো হন বিএনপি নেতারা।
জুবাইদা রহমান আজ সকাল ১০টা ৪৪ মিনিটে তিনি লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া পিছিয়ে গেছে।