রাজনীতি

‌সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত কর‌তে হবে

জাতীয় নির্বাচন ও গণ‌ভো‌টের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দল‌টির আশা, নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে।

নির্বাচনী তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজারস্থ দল‌টির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের এ কথা ব‌লেন। 

তি‌নি বলেন, ‘‘আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দীর্ঘ প্রতিক্ষার পর নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। তফসিল ঘোষণার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে।’’

নির্বাচন সুষ্ঠু করার জন্য কমিশনকে নানা গুরুদায়িত্ব পালন করতে হবে জা‌নি‌য়ে এহসানুল মাহবুব জোবায়ের ব‌লেন, ‘‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, অবৈধ অস্ত্র উদ্ধার, নির্বাচনকে অর্থবহ করতে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে কোনো দুর্বলতা আমরা আশা করবো না। আমরা প্রত্যাশা করবো সুষ্ঠু-সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।’’

তিনি বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠ করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আশা করছি জনগণ একটি উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। এই নির্বাচনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের যে প্রত্যাশা আমাদের, সেটা পূরণ হবে।’’

আমাদের যেসব দাবি ছিল কিছু পূরণ হয়েছে, কিছু পূরণ হয়নি। আমরা চাইবো গণভোটে যেন ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে ব‌লেও জানান দল‌টির এই নেতা। 

৮ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা নিয়ে তিনি বলেন, ‘‘জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। ৮ দলের শীর্ষ নেতারা বসছে, খুব দ্রুত আমরা ৮ দল চূড়ান্ত প্রার্থী দেবো। আমাদের লক্ষ্য সর্বোচ্চসংখ্যক আসনে বিজয়ী হওয়া, কত আসনে প্রার্থী দেব এটা গুরুত্বপূর্ণ নয়।

এ সময় দল‌টির সহকারী সে‌ক্রেটা‌রি জেনা‌রেল মাওলানা আব্দু্ল হা‌লিম, মাওলানা র‌ফিকুল ইসলাম খান, উত্ত‌রের আমির সে‌লিম উ‌দ্দিন উপ‌স্থিত ছি‌লেন।